মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরীয়া জ্ঞাপন করছি যে, যিনি সানরাইজ পাবলিক স্কুল টি ১৯৯৪ ইং সাল থেকে সুনামের সাথে চালিয়ে আসার তৌফিক দান করেছেন। বর্তমানে শিক্ষা ও সংস্কৃতির অবক্ষয়ের সন্ধিক্ষণে সচেতন অবিভাবকমণ্ডলী, বিজ্ঞ সুধীজন ও আমার সহকর্মীদের নিরলস প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানটি কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে একান্ত সচেষ্ট। আল্লাহর মেহেরবাণীতে ও আপনাদের দোয়ায় প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করছে। আমি মনে করি বেনাপোল বন্দর নগরীর একমাত্র নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্টান সানরাইজ পাবলিক স্কুল। আমার শেষপ্রচেষ্টা দিয়ে স্কুলটিকে সুনামের সাথে ধরে রাখার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।